অনেকে পরীক্ষা দেবার জন্য লিখতেছেন, আবার অনেকে, বিচারপতির ছেলের মত পরীক্ষা বিহীন এডভোকেট হতে চাচ্ছেন। কোনটা সঠিক? আগে একমতাবলম্বী হন। তারপর আন্দোলন করেন। পরীক্ষা কি জীবনে কম দিয়েছেন? পরীক্ষা না দিয়ে কি এল এল. বি পাশ করেছেন? বুড়ো হয়েও পরীক্ষার সখ মিটেনি ? পরীক্ষা দিলেই বেশির ভাগকে ফেল করাবে ওরা। তখন কি করবেন ওদের? যারা বেশি বেশি পরীক্ষা পরীক্ষা বলে চিৎকার করছে, ওরাই বেশি ফেল করবে। বরং বিচার পতির ছেলেকে যেভাবে গেজেট প্রকাশ করে সনদ দেয়া হয়েছে, তা সমর্থন করে বার কাউন্সিলের এ নব প্রথাকে মেনে নিয়ে শিক্ষা নবিশ আইন জীবিদের সকলকে পরীক্ষা ছাড়াই সনদ দেবার আন্দোলন করুন।
লেখক:আলি হোসেন চৌধুরী