বার কাউন্সিল এম, সি, কিউ মডেল টেস্ট

একটি ভালো প্রস্তুতি বদলে দিতে পারে আপনার জীবন ও পরিবারের ভবিষ্যৎ

সিলেবাস অনুযায়ী বিজ্ঞান সম্মত ও সুত্রের মাধ্যমে ধারা সমুহ নিয়ে ব্যাপক আলোচনা, কৌশলগত শিক্ষা দান, সর্বাধিক মডেল টেষ্ট ও ১০০% প্রশ্ন কমন প্রাপ্তি, কার্যকর দিক নির্দেশনা একমাত্র দিতে পারি আমরাই। শতভাগ পাশের জন্য আমদের প্রশ্ন গুলো নিশ্চিত ভূমিকা পালন করবে বলে বার বার পরিক্ষা দিন এবং নিজেকে যাচাই করুন। 

Our Honorable Governing Body

আপনি মানুষ!!!

একজন মানুষ ততটুকুই মানুষ যতটুকু সে ধারন করে, লালন করে, পালন করে। তাই মানুষ হয়ে মানুষ কে ভালোবাসুন। স্রষ্টা ও সৃষ্টির মধ্যে বিনিময়ের সম্পর্ক, তাই প্রেম দিলেই কেবল প্রেম সৃষ্টি হয়, শিক্ষার প্রথম কথা “প্রেম দাও প্রেম নাও” ভালোবেসে মানুষ পৃথীবি জয় করতে পারে, আপনি মানুষ!

Bar Council Latest Notice

বেসরকারী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ সংক্রান্ত

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, নিল্ললিখিত বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণকে  নিম্নবর্ণিত শিডিউল অনুযায়ী বার কাউন্সিলের রেজিস্ট্রেশন কার্ড প্রদান করা হইবে । রেজিস্ট্রেশন কার্ড গ্রহণকল্লে এই নোটিশে উল্লিখিত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উল্লিখিত সেমিস্টারের শিক্ষার্থীগণকে এতদ্সংযুক্ত “নমুনা ফরম” পূরণ ও জমাদানপূর্বক এবং টোকেন সংগ্রহপূর্বক নির্ধারিত তারিখ ও সময়ে বার কাউগ্সিল অফিস হইতে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করিবার জন্য বলা হইল প্রার্থীগণের সুবিধার্থে- সংশ্লিষ্ট প্রার্থীদের নাম, পিতার নাম, ভার্সিটি-আইডি প্রভৃতি তথ্য এই নোটিশের সহিত ছক-আকারে সংযুক্ত আছে।

সংযুক্ত ছক হইতে প্রার্থীগণকে স্ব স্ব নাম অনুযায়ী টোকেন নম্বর বাছাই করিয়া “নমুনা ফরমের’ উপরিভাগে মুদ্রিত বৃত্তাকার স্থানে টোকেন নম্বরটি লিখিয়া শিডিউল মোতাবেক নমুনা ফরমটি বার কাউন্সিলে দাখিল করিতে হইবে । (টোকেন নম্বর ছকের বামদিকে মুদ্রিত আছে এবং উক্ত নম্বরের অনুরূপ নম্বর-সম্থলিত “টোকেন-শ্রিপ” প্রতিটি নমুনা ফরমের বিপরীতে প্রার্থীগণকে দেওয়া হইবে) ।